অভিমান করা যায়
ভালোবাসা থাকতে হয়
কিছু কিছু পরাজয়
অকাতরে মানতে হয়
অনেকের দেয়া আঘাত
নীরবেই সইতে হয়।
ভালোবাসা সবার শাশ্বত প্রত্যাশা
আচ্ছন্ন অমানিশা
ব্যর্থতা আর হতাশা
অসীম ধৈর্য্য অন্যতম ভরসা।
অবাধ্য অশান্ত মন
মানেনা শাসন বারণ
যত্রতত্র বিক্ষিপ্ত বিচরণ
আশা জাগরূক হবে অবসান।
জীবন--জীবিকা .......
কণ্টকাকীর্ণ প্রহেলিকা
আলেয়া মরীচিকা
অধীর আগ্রহে নিশাবসানের অপেক্ষা
প্রত্যাশা চিত্রানুগ সুমধুর যবনিকা।