বসন্তের সুবাতাস
কারো করেছে বিশেষ হতাশ
কেউবা নির্লিপ্ত কেউবা উদাস।
কারোবা বর্ষণমূখর অশ্রুধারা
কারো কারো হৃদয়ের কঠিন খরা
পাগলপারা আগুনঝরা
যেন বসন্ত নির্বাসন
জীবন-নাট্যের যবনিকার ছন্দপতন।
কতযে বিরহ বিধুর তৃষাতুর আঁখি
মেঘ পানে চেয়ে যেন
তৃষ্ণার্ত চাতক পাখি।
বসন্ত-সমীরণ ---
কারো জন্য হৃদয়ের রক্তক্ষরণ
অযাচিত অশান্তির বীজ বপন
উদাসীন ভাবলেশহীন বিরস বদন
মলয় পবনে প্রলয়ের আগ্রাসন।