প্রতিনিয়ত অবিরত
অভাবিত কাহিনী কতো
ঘটনার আদি অন্ত
যায়না বুঝা সব বৃত্তান্ত
দেখে শুনে ক্লান্ত শ্রান্ত।
হঠাৎ গেল শুনতে পাওয়া
ছেঁড়া টাকায় যায় যে শোওয়া
কারো কারো কাঁড়ি কাঁড়ি
দেশ বিদেশে টাকা কড়ি
একটা অংশ থাকে বাড়ি।
টাকার বান্ডিল থাকে জায়গা জুড়ে
তাই স্বর্ণ কিনে ভল্টে ভরে
সম্পৃক্ততা দেশ জোড়া
মাঝে মধ্যে পড়ে ধরা
সেটাও আবার রহস্যে ঘেরা।
পুঁটি মাছ আটকায় জালে
লাফিয়ে পালায় রাঘব বোয়ালে
জাল যে তৈরি ভিন্ন কৌশলে
বুদ্ধি বাড়ে চোর পালালে
চোখ বুঁজে থাকে কেউ ঘুমের ছলে
কারো কারো সুযোগ মেলে
আখের গোছায় তালেগোলে।