সংবেদনশীল বেদনাহত হৃদয়
অল্প আঘাতেই বিষন্ন মন ব্যথাতুর হয়।
.আশাতীত কিঞ্চিত প্রাপ্তি
অনাবিল আনন্দ আর নির্মল প্রশান্তি।
ভীতিকর হুমকি বা উচ্চকিত ধমকে
ম্রিয়মাণ ভীতু প্রাণ
নিঃশব্দ ভয়ার্ত আতংকে
যায় পথচলা নিমেষেই থমকে
রাশ টেনে ধরি তাই দুর্বিনীত কলমটাকে
থাকি সদা সতর্ক,এড়িয়ে চলি বিতর্ক
ন্যায়-অন্যায় , বিচার্য আমার নয়
নিজের খেয়ে বনের মোষ তাড়ানো
আমার কর্তব্য নয়।
অমানিশার নিকষ অন্ধকার
সৌন্দর্য পরাভূত , উৎকর্ষতা তিরোহিত
চারিত্রিক মাধুর্য ক্রমান্বয়ে কদর্য-গ্লানিকর
উজ্জ্বল আলোকচ্ছটা , দূরীভূত ঘনঘটা
জীবন উপভোগ্য অনাবিল আনন্দ
অতি সুখকর।