সুবাসে বিমোহিত আর
সৌন্দর্যে আকৃষ্ট হয়ে
নিজেকে হারিয়ে
নিয়েছি তুলে কাঁটাযুক্ত ফুল
যা ছিলো জীবনের মস্ত বড়ো ভুল।
কাঁটার আঘাত সয়েছি
মনকে সান্ত্বনা দিয়েছি
শত বাধা উপেক্ষা করি
রয়েছি অবিচল।
লুক্কায়িত কীটের দংশন
জর্জরিত দেহমন
তবু সর্বদা সচেষ্ট প্রতিরোধে
বিষাক্ত ছোবল।