উর্বর অনঘ ভূমিতে --
থাবা বসিয়েছে যুগে যুগে হিংস্র শ্বাপদ
কখনো বর্গী, আরাকান, পর্তুগীজ
দুর্বৃত্ত দস্যু কতযে আপদ।
যুগে যুগে হয়েছে নিপীড়িত
নিষ্পেষিত, নির্যাতিত।
ব্রিটিশ বেনিয়া হয়েছে বিতাড়িত,
তারপরও সিকি শতাব্দী
বিমাতাসুলভ আচরণে শোষিত-বঞ্চিত।
এখনতো স্বাধিকার হয়েছে নিশ্চিত
তবু কেন পদে পদে নিগৃহীত
চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র
নানাবিধ চক্রান্ত, হচ্ছি আক্রান্ত।
একমাত্র উপযুক্ত সুযোগ্য নেতৃত্ব
সব অশুভ প্রতিহত
ঘৃণ্য জঘন্য কর্মকান্ড দূরীভূত
করতে সমর্থ হবে না ব্যর্থ
মোরা কভু নই ভীত
কিংবা কখনো আশাহত।
দেশ হবে উন্নত, জাতি হিসেবে গর্বিত
সে আশা কি সুদূর পরাহত?