বৈশাখ জ্যৈষ্ঠের গরমে
শরীর ভিজে ঘামে
মন বসেনা কাজ-কামে
টিভি থাকে বেডরুমে
গলা সাধে বাথরুমে।
কাসুন্দি মাখা কাঁচা আমে
লবণ মিশিয়ে কালোজামে
চোখ আচ্ছন্ন হালকা ঘুমে।
পৌষ মাঘের দারুণ শীতে
পিঠে পায়েস পুলিতে
মন থাকে খুশিতে।
ঝালে ঝোলে অম্বলে
লেপ কাঁথা কম্বলে
টান পড়ে সম্বলে।