বিদগ্ধ গুণীজন
মূল্যবান তাদের বচন
অকারণে ব্যাকরণ হয়নি সৃজন
যথাযথ অনুসরণ একান্তই প্রয়োজন।
একেতো শব্দ চয়নে বিশেষ বিভ্রাট
তদুপরি বাক্য বিন্যাসে ঝামেলা উদ্ভট
নির্ভুল বানানে লেখার সমস্যা
নিতান্তই প্রকট।
ই-কার, ঈ-কার, উ-কার, ঊ-কার
এসবের যথার্থ ব্যবহার
উল্টাপাল্টা একাকার
এছাড়া য-ফলা
এটাতেও ঝামেলা
য-ফলায় আকার নাকি নিরাকার
সেক্ষেত্রেও প্রয়োজন
ব্যাকরণের ব্যবহার।
আরো কতো সংশয়,যুক্তবর্ণেও দ্বন্দ্ব হয়
অর্থের ভিন্নতা ও তারতম্যে হয় নিয়মভঙ্গ
কাপুরুষ কি পুংলিঙ্গ
ছেলেমি বা ছেলেবেলা কেনো তা উভলিঙ্গ।
এতোসব জটিলতা
তবুও ভাষাজ্ঞানে দক্ষতা
প্রতীয়মান হয় কিন্তু বাঙালির ক্ষমতা।