অপরের সুখে গাত্রদাহ বেশি
অন্যের দুঃখে উল্লাসের হাসি
বাঁশ দিতে পারলে খুশি
দুর্নাম রটাতে পারদর্শী
তাকে বলে প্রতিবেশী।
খুঁটির জোরে ম্যাড়া কোঁদে
পড়লে ফাঁদে তখন কাঁদে
দেখাবে না কেউ দয়া মায়া
সরিয়ে নেবে ছত্রছায়া।
লাভবান হবে তারা
নেপথ্যের নায়ক যারা
গাছে উঠিয়ে মই সরিয়ে
থাকবে এরা অধরা।
সাহায্যের হাত বাড়ায়না
পড়লে কেউ বিপদে
বরং না চেনার ভান করে তারা
প্রতি পদে পদে
যেমন চামচিকাও মারে লাথি
হাতি যখন পড়ে নদে।
তারা কলকাঠি নাড়াতে সিদ্ধহস্ত
উপদেশ প্রদানে অভ্যস্ত
তাদের জীবন যাপন ভোগবিলাসে
আমোদ-প্রমোদ-হরিষে
কারো একপা থাকে বিদেশে
পরিজনসহ কাটায় জীবন আয়েশে।