প্রেম যদি হয় পাহাড় সমান
হতে পারে বারেবারে অযাচিত ভূকম্পন
সশব্দে বিদীর্ণ হয়ে অগ্ন্যুৎপাত
প্রবল লাভার স্রোতে নিমজ্জমান।
প্রেম যদি হয় আসমান সমান
হতে পারে ভাসমান কাগুজে বিমান
অথবা অঝোর ধারায় অবিরাম বর্ষণ
চিরতরে বেদনার্ত নদী বহমান।
প্রেম যদি হয় মহাশূন্যের ন্যায় সীমাহীন
দোদুল্যমান করতে পারে অশান্ত পবন
অথবা সুউচ্চে সুরক্ষিত নীড়ে
হতে পারে আকস্মিক ঝড়ে
সবেগে ভূতলে পতন।
প্রেম যদি হয় সুবিশাল সাগরের মতন
আঘাত হানতে পারে টর্নেডো-সাইক্লোন
কিংবা সুনামিতে বিপর্যস্ত
লণ্ডভণ্ড জীবন।