কিছু কথা বুঝতে নারি
কিছু কিছু যায়না জানা
কিছু কথা থাকলেও জানা
প্রকাশ করতে আছে মানা
কতো রকম গুজব শুনি
কতো রকম রটনা
অনেক সময় চাপা পড়ে
প্রকৃত কোনো ঘটনা
বেশ কিছু থাকে এমন
যাচাই করা যায়না
মনুষ্যত্ববর্জিত উদ্ভট কাজ
কারোই কাম্য হয়না
উদ্ভূত পরিস্থিতি যেন
বেশি দিন রয়না।