জাগ্রত আত্মার আনন্দ-ধ্বনী
ম্রিয়মাণ বিষণ্ন
ক্রমান্বয়ে মানবতা ভূলুণ্ঠিত বিপন্ন
সূর্যালোকে উদ্ভাসিত গগন মেঘাচ্ছন্ন।
ক্ষয়িষ্ণু পরমতসহিষ্ণুতা
হীন স্বার্থ চরিতার্থে উদগ্র মানসিকতা
লালসার আগ্রাসী থাবা
যেন স্বচ্ছ সলিলে
পরিলক্ষিত দুর্গন্ধযুক্ত পঙ্কিলতা
সর্বগ্রাসী লোভের
লেলিহান শিখা বিস্তারে
ভয়াবহ উন্মত্ততা।
________
আমাদের অনৈতিক কর্মকান্ড
ও অপকর্মের দায়
আগামী প্রজন্মের উপর
না যেন বর্তায়
জগতের যা কিছু ভালো
তাদের হৃদয়ে জ্বালো
দূর করো বিভীষিকা
প্রজ্জ্বলিত হোক জ্ঞানের আলো
ক্ষয়িষ্ণু মূল্যবোধের রাশ টেনে ধরা
চেতনা সমুন্নত করা
জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে
প্রজন্মকে সহায়তা দিতে
আমাদের হতেই হবে বদ্ধপরিকর
তবেই দেশ ও জাতির জন্য
মহা কল্যাণকর।