শরতের আকাশে
শ্রাবণের মেঘ ভাসে
বর্ষণমুখর দিবসে
দাবদাহ নিমেষে
সহনীয় আবেশে।
একাকী বাতায়ন পাশে
উদাস মনে কতো কথা ভাবি বসে
কল্পনার ফানুসে প্রজাপতি বেশে
চতুর্দিকে চষে বেড়াই ভেসে।
অবশেষে গ্লানিকর অতীত এসে
মহাউল্লাসে সুখস্বপ্ন নাশে।