নবারুণরাগরঞ্জিত ঊষাবরণা গাত্রে
পূর্ণিমার সৌদামিনী যেন উচ্ছ্বসিত আলোকে
নানা রঙে কতো ঢঙে
অম্বরে আবৃত দেহবল্লরীর বাঁকে বাঁকে
মম চমকিত দৃষ্টি নিষ্পলক হয়ে থাকে
ক্ষীণকটি প্রশস্ত নিতম্ব সমুন্নত স্তনশোভিত বুকে
নিজেকে সমর্পণ করি স্বর্গীয় সুখে।
আজানুলম্বিত ঘনকৃষ্ণকুন্তল শোভিত এলোকেশী
সুডৌল সুন্দর অবয়বে নিটোল অধর
মুক্তোসম পরিপাটি দন্তরাশি
সর্বদা বিমলিন মৃদু হাসি
ভাষায় প্রকাশিতে নারি হৃদয় উজাড় করি
কতো ভালোবাসি।