প্রাণবন্ত প্রাণোচ্ছ্বল
সুসজ্জিত ধরণীতল
অপরূপ মোহনীয় সৌন্দর্য হেরি
চিত্তের পঙ্কিলতা দূরীভূত করি
হোক মানব জনম সার্থক-সফল।
পুষ্পিত হৃদয়ে সৌরভ ছড়িয়ে
নিজেকে করি ধন্য
চালচলনে আচার আচরণে
কখনো হবোনা বন্য।
সুবিশাল রূপময়
সুজলা সুফলা বিশ্ব
এরই মাঝে কতো মানব সন্তান
অসহায় নিঃস্ব
তাদের দুর্দশা লাঘবে
স্বতঃস্ফূর্ত ভাবে
নিজেকে উৎসর্গ করি।