বিজ্ঞ-অভিজ্ঞ-জ্ঞানী-গুণী ঋদ্ধিমান
তাদেরই বয়ান --
অকারণে ব্যাকরণ হয়নি সৃজন।
ব্যাকরণের প্রতি
যৎসামান্য আগ্রহ-ভক্তি
সেজন্যই জ্ঞানের ঘাটতি।
জানা ছিল প্রত্যক্ষ ও পরোক্ষ
দু'প্রকার উক্তি
সেই জ্ঞান পাল্টে দিল বিজ্ঞান ও প্রযুক্তি,
উক্তির প্রকারভেদে
দেবে না কেউ স্বীকৃতি।
উক্তির যুক্তি ---
উক্তিতে ভক্তি, উক্তিতে মুক্তি
উক্তিতে নিয়োগ প্রাপ্তি
উক্তিতে পদোন্নতি,
উক্তিতে বুদ্ধিজীবীর স্বীকৃতি
জ্ঞানী গুণীর পরিচিতি।
উক্তির উধৃতি ---
কটুক্তি, অত্যুক্তি, বক্রোক্তি
ব্যাঙ্গোক্তি, দম্ভোক্তি, খেদোক্তি
যৌক্তিক উক্তি, অযৌক্তিক উক্তি
স্বীকারোক্তি, অনিচ্ছাকৃত উক্তি ,স্বগতোক্তি।