মেঘাচ্ছন্ন গগনে সূর্য
সাময়িক অস্তিত্ব লুকায়
ছাইচাপায় নেভেনা আগুন
জ্বলন্ত স্ফুলিঙ্গ যদি তাতে রয়
দীর্ঘদিন অব্যবহৃত থাকলে
ইস্পাতেও মরিচা হয়
অনুকূল পরিবেশ পেলে
সুপ্ত প্রতিভা প্রকাশ পায়।
একমাত্র প্রাচুর্যই কভু সুখের মাপকাঠি নয়
নূন্যতম সম্পদেও জীবন কিন্তু সুখকর হয়।
যেকোনো কারণে মেজাজ গরম
কিংবা উত্তেজনা যদি হয় চরম
লুপ্ত হয় লজ্জা শরম।
নিজের অন্যায় ঢাকতে
যুক্তি দাঁড় করাতে
সেরা উকিল সাজতে
আমরা অতি দক্ষ সন্দেহ নেই তাতে।
কতো খেলা, জমায় মেলা
হরেক রকম পাগলে
লক্ষ টাকার বাগান খায়
নগণ্য সব ছাগলে।