দুঃখ-কষ্ট যতো
সযতনে লুক্কায়িত
গভীর জলে নিমজ্জিত
ঝিনুকে আবদ্ধ মুক্তোর ন্যায়।
প্রতিকূল আবহে
প্রবল দাবদাহে
অনল সম দহে
সুদীর্ঘ জীবন
সুখ-শান্তি অনুক্ষণ
মরুভূমে অপ্রতুল বরিষণ
মাঝেমধ্যে বহে
মৃদুমন্দ সুশীতল পবন।
প্রচণ্ড ঝড়ের শেষে
থমথমে পরিবেশে
শান্ত প্রকৃতির ন্যায়
নিজেকে অতিমাত্রায়
পরিতৃপ্ত সন্তুষ্ট চিত্ত দেখাতেই হয়।