চারিত্রিক ব্যাধি পরিণত মড়কে
মানবতা বন্দি ক্রমাগত মোড়কে
দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন সড়কে
যুবক-যুবতীর ঝোঁক মাদকে
সেবা প্রদানকারী সংস্থা পরিণত খাদকে
দুর্নীতিবাজরা ভূষিত হয় পদকে
সন্ত্রাস আর চাঁদাবাজির আতঙ্কে
মনুষ্যত্ব নিমজ্জিত পঙ্কে
ঘুসখোরেরা মেলাচ্ছে হিসেব অঙ্কে
উন্নতির সোপান যাচ্ছে আট্কে
অনেকেই বিদেশে পড়ছে সট্কে
কেউবা সুযোগ বুঝে দিচ্ছে ঘাড় মট্কে।