যারা অল্প সময়ে স্বল্প শ্রমে
প্রভূত অর্থ উপার্জনে সক্ষম,
তাদের প্রতি ঈর্ষাপরায়ণ --
অথবা বিদ্বেষ পোষণ
কিংবা উদ্বুদ্ধ হয়ে অনুসরণ
কখনোই নয় সমীচীন,
বরং দিয়ে আত্মসম্মান বিসর্জন
হতে থাকে পুরোপুরি মেরুদন্ডহীন।
এহেন চিন্তাধারা সদা বর্জনই মোক্ষম,
মানুষ হিসেবে কখনোই
হতে পারেনা সে অতি উত্তম।
অতিরিক্ত প্রত্যাশা, পরিণামে হতাশা
তিরোহিত হয় আনন্দ উচ্ছ্বাস
আর প্রিয়জনের ভালবাসা,
পরিবর্তে দুর্দশা বিপদ-আপদ ঘটে অবিরাম।
সৌভাগ্য -দুর্ভাগ্য, দূর্ঘটনা
থাকে পুরোপুরি অজানা,
বৃথা যায়না কভু উদ্যোগ প্রচেষ্টা উদ্যম।