অফিস-আদালতের ঘড়ি
সরকারি হাসপাতালের বড়ি
নদীর তীরে বাড়ি
প্রতারকের দাড়ি
ফুটপাতে কেনা শাড়ি
বর্ষাকালে ভেজা খড়ি
কর্দমাক্ত রাস্তায় গরুর গাড়ি
পুরানো পাটের তৈরি দড়ি
পরের হাতে গচ্ছিত কড়ি
কাঁচের বাসন হাতের চুড়ি
পোড়া মাটির কোলা-হাঁড়ি
খরস্রোতা নদীর খাড়া পাড়ি
মদ-মাতাল-জুয়াড়ি
কোমর-ভাঙা বুড়ি
তার ঘুণেধরা ছড়ি।