তব কণ্ঠ নিঃসৃত বক্তব্যের ফুলঝুরি
ধৈর্য সহকারে শ্রবণ করি
অমোঘ বাণী হিসেবে নয়
যুতসই জবাব দিতে ইচ্ছে হয়
অপারগতায় বা অক্ষমতায়
শুধুই পুঞ্জীভূত ঘৃণা ও বেদনায়
নিজেকে ভাবি অসহায়।
নিরূপণ করি তব ব্যুৎপত্তি
যা তোমার অন্তর থেকে উৎপত্তি
প্রকাশ করতে উন্মুখ পাণ্ডিত্য
উপদেশমূলক কথামালার আড়ালে
বীরত্ব কিংবা ঔদ্ধত্য
নির্দেশনা ও আশ্বাসে
কেউ বিব্রত কেউবা বিভ্রান্ত
কেউবা আবার সর্বশ্রান্ত।