যাওনা যতই দূরে
রয়েছো বুকের গভীরে
অদৃশ্য হাতছানি
কল্পনার উজ্জ্বল রঙে
সযতনে রেখেছি এঁকে
তোমার মুখখানি
নিরেট পাথরের কাছে
আশা করা মিছে
হৃদয়ের স্পন্দন
জানি নীরস তরুবরে
কভু পত্রপুষ্প ভারে
পাখির কলতান
ভ্রান্ত আশার ভুবনে
অগোচরে সংগোপনে
চির অপেক্ষমান।