ধানের তুষ্ গমের ভূষি
আটার চেয়ে দাম বেশি
পাটের চেয়ে পাটখড়ি
কিনতে লাগে বেশি কড়ি
আখের গুড় যদিও দেশি
চিনির চেয়ে মূল্য বেশি
নারকেলের চেয়ে ডাব
বেচাকেনায় বেশি লাভ।
কাঁচা চামড়ার দাম নগণ্য
চামড়াজাত যেকোনো পণ্য
উচ্চমূল্যে কিনে ধন্য।
যেকোনো দামের কাপড়ে
মজুরি দিতে হয় উচ্চহারে
তাই আগ্রহ বেশি
তৈরি পোশাক ব্যবহারে।
কখনো কখনো --
গরুর গাড়ি নৌকায় চড়ে
নৌকাও ওঠে গাড়ির পরে।
হরেক রকম অসঙ্গতি
বুঝতে নারি রীতিনীতি
এসব ভাবার সময় নাই
মাথা আছে ব্যথা নাই
ইচ্ছা থাকলেও উপায় নাই।
তাই উল্টো পাল্টা ডিগবাজি
অসঙ্গতি আর কারসাজি
মানতে বাধ্য সোজাসুজি।