পাহাড়ের চূড়ায় চড়ার বাসনায়
বাদ সাধে এই আশঙ্কায়
পা পিছলে পতন হলে
যদি মেরুদণ্ড ভেঙে যায়
মুক্ত আকাশে বাতাসে ভেসে
সর্বত্র যেতে মন চায়
অন্তরে দ্বিধা দ্বন্দ্ব ভয়
মেঘের সাথে মিশে
বৃষ্টি হয়ে শেষে
ভূতলে পতিত হয়
সাগরে ভেসে ভেসে
যেতে দেশে দেশে
আকাঙ্ক্ষা জাগ্রত হয়
উত্তাল তরঙ্গ করে আশাভঙ্গ
নিমেষে উদ্যম উবে যায়
কেন যে এমন হয়
মেঘে মেঘে বেলা যায়
সুদিনের অপেক্ষায়।