অসংখ্য নক্ষত্র বিরাজমান
আকাশের চারিধারে
মনের কোণে সংগোপনে
ছিলো মোর আশা
প্রতিনিয়ত হয়েছে ব্যর্থ
দেখাতে পথের দিশা
রাতের নিকষ কালো আঁধারে।
নিশাবসানে সূর্যের আলো
মেঘাচ্ছন্ন হয়েছে বারে বারে।
নদী তার দুকূল ভাঙে আর গড়ে
নিরবধি বয়ে চলে মিলবে সাগরে
আপন সত্ত্বা বিলীন হলে
নালা কিংবা খালে পরিণত করে।
অগণিত ভুলের ভারে
ছোট্ট তরী গিয়েছে ভরে
কূল বেশী নয় দূরে
অনিশ্চিত দিনক্ষণ
জীর্ণ জীবন তরী পৌঁছাবে তীরে।