জন্ম -- জীবনের শুরু অনিবার্য মৃত্যু,
অনিশ্চিত সময়ের পরিসীমা
নাই যার সুনির্দিষ্ট বীমা।
কর্ম -- সেবা ও শৈল্পিক কর্মকান্ড
যেন জীবনের উদ্ভাসিত অর্ক,
বন্ধুত্ব -- জীবনঘনিষ্ট অর্জিত সম্পর্ক।
প্রেম -- জীবনের অন্যতম
গুরুত্বপূর্ণ অধ্যায়
আবদার অত্যাচার আবেগ উচ্ছ্বাস
অনুভূতির এক মহাসমন্বয়।
জীবনের অনেক প্রশ্নের
সদুত্তর পাওয়া দুষ্কর
কোনো কোনো প্রশ্নের উত্তর
করে আশার সঞ্চার
কিছু কিছু প্রশ্নের হয়না উত্তর
কোনো কোনো ক্ষেত্রে প্রশ্ন করা
নিতান্তই অবান্তর,
তবে সময় উত্তর দেবে সব সমস্যার।