(১)
আকাশে ঈগলের আধিপত্য
বনে সিংহের রাজত্ব
সমুদ্রের সম্রাট তিমি
উটের অপছন্দ নয় মরুভূমি
কেঁচোর জন্য নরম মাটি
দূর্বল শাসনে দুর্বৃত্তের ঘাঁটি
অব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি
খাঁটি মনের মানুষের ছুটি
গৃধিনী শৃগালের হুটোপুটি
দুর্বৃত্তেরা মানবতা নিচ্ছে লুটি
বিদগ্ধজনেরা করে খুনসুটি
বুদ্ধিজীবীদের দেওয়া উচিত সুদৃষ্টি।
(২)
কাকের ডাকে একে একে
কাকের দল ঝাঁকে ঝাঁকে
সমবেত হতে থাকে
এই আচরণের সঙ্গতি রেখে
একত্রিত হয় নরপশু ধর্ষকে।
সারিবদ্ধ সুশৃঙ্খল
পিপীলিকার বিচরণ
ধর্ষণের ক্ষেত্রে এই আচরণ
দৃষ্টি যাদের নর্দমার পাঁকে
ঘৃণ্যকর্মে লিপ্ত থাকে
এদের ঠাঁই হবে কিনা নরকে
তবে পড়বে একদিন বিপাকে।