নূপুরের দাম যতোই হোক
যোগ্য স্থান তার চরণে
টিপের দাম অনেক কম
কপালে ঠাঁই পায় শোভাবর্ধনে
কাঁচের মূল্য কম বটে
অনায়াসে সেটা কাটে
দামী হীরা হলে
স্বর্ণের মূল্য অধিক হলেও
সোহাগাতে গলে।
বহমান জীবনে দুঃসময় যবে
আবির্ভূত হয়
একান্ত আপন ভেবে যারা
পেয়েছে প্রশ্রয়
তাদেরকে মূল্যায়ন করার
তখনই উপযুক্ত সময়।
অনেক সময় ভুল ত্রুটি অন্যায়
সরি বললেই ক্ষমা হয়
চিকিৎসকেরা সরি বললে
ঘটতে পারে বিপর্যয়
রাজনীতিতে কিন্তু অকপটে মিথ্যে বলা যায়।
পদে থাকলে অনেক কথাই
বাণী হিসেবে গণ্য হয়
পদবিহীন বিজ্ঞের বচন
পাগলের প্রলাপ মনে হয়।
যৌবনের মৌবনে অলির গুঞ্জনে
শিহরণ তনুমনে
আবেগ উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে
সুপ্ত ইচ্ছে জাগে প্রাণে
লুপ্ত হয় যে তা শাসনে বারণে।