অলস মধ্যাহ্নে অবসন্ন মনে
তাকিয়ে বাতায়নে
ঘটনা সনাতন অতি সাধারণ
তবুও সবিশেষ দৃশ্যমান।
চড়ুই এর চঞ্চুতে শুকনো ঘাস
মনের আশ
বাঁধবে বাসা করবে বাস
নিজস্ব প্রযুক্তি শ্রম নিরলস।
আকস্মিক কুচিন্তা চিত্তে উদিত
বারবার বহু বার সঙ্গমে পারঙ্গম
চড়ুই দম্পতির মতো
মানুষেরও যদি ক্ষমতা থাকতো
ধর্ষকের সংখ্যা নিরূপণে
অসংখ্য পরিসংখ্যানবিদের পদ
সৃষ্টি করা আবশ্যক হতো হয়তো।
সারমেয় অথবা ভূজঙ্গসম
সম্ভোগে সুদীর্ঘ সময়
মানুষের হতো ব্যয়
দুঃসহ যানজটের ন্যায়
সীমাহীন কর্মঘণ্টা হতো অপচয়।