সংকটের শীর্ষে রাস্তাঘাট
অধিকাংশ জরাজীর্ণ
কিছু কিছু ফিটফাট
তবু সীমাহীন বিপত্তি-বিভ্রাট।
অনভিপ্রেত সমস্যা সমূহ
নিতান্তই প্রকট
অসহনীয় যানজট
কতোরকম জঞ্জাল-ঝঞ্ঝাট
মিছিল অবরোধ ধর্মঘট
দাবী দাওয়া আদায়ের ঘোঁট।
যানবাহন আনফিট
ঢিলেঢালা বল্টু নাট
চালকেরা আনএক্সপার্ট
অনাকাঙ্ক্ষিত চোট-হোঁচট
হেলপার এর আচরণ উদ্ভট
চাঁদাবাজ আর মাস্তানের দাপট
টোল - ভাড়ার হাইরেট
ট্রাফিক এর চোটপাট
নানাভাবে পকেট লোপাট
ঘুচবে কবে এসব পাট
নিষ্কণ্টক হবে হাট-মাঠ-ঘাট।