লেলিহান শিখা
মহা বিভীষিকা
নিমেষেই ছারখার
অশনি সংকেত
অজানা ভবিষ্যত
গগনবিদারী হাহাকার
অভাবিত দুর্যোগে
নিপতিত দুর্ভোগে
অন্ধকারাচ্ছন্ন সংসার
চোখের জল
ধুয়ে দিলো কাজল
স্বপ্ন ভঙ্গ কতো ললনার।
হয়তো হীন স্বার্থ
কেউ করতে চরিতার্থ
অসহায়ত্ব নিরপরাধ জনতার
দুর্বলেরা সদা লালসার শিকার
করবেনা স্বীকার
নেপথ্যের যতো কুলাঙ্গার
মনেপ্রাণে সন্তর্পণে
জানাই তাদের ধিক্কার।