রেলস্টেশনের ঘড়ি
হাসপাতালের বড়ি
প্রতারকের দাড়ি
নদীর তীরে বাড়ি
ফুটপাতে কেনা শাড়ি
বর্ষাকালে ভেজা খড়ি
কর্দমাক্ত রাস্তায় গরুর গাড়ি
কাঁচের চুড়ি আর মাটির হাড়ি
পুরাতন পাটের তৈরি দড়ি
পরের কাছে গচ্ছিত কড়ি।