গভীর মায়ায়
নিবিড় শূন্যতায়
আচ্ছন্ন কঠিন বাস্তবতা
দুর্দমনীয় আশা
নিঃশেষিত ভরসা
দুর্দহনে জীবনের প্রতিটি পাতা
ঋতু পরিক্রমায়
নীরস বিবর্ণতায়
নিরুত্তাপ নীরবতা
পথের শেষ অচেনা
গন্তব্যের বিস্তৃতি অজানা
শ্লথ গতিময়তা
হতাশায় জড়ানো
অবসাদে মোড়ানো
বেদনাবিধুর গ্লানি
জীবনের ইতিবৃত্ত
ক্রমান্বয়ে বিমূর্ত
নীরব অবসানের হাতছানি।