জীবনে প্রত্যাশা
অন্যতম ভরসা
প্রাণ খুলে হাসা
সুস্বাস্থ্যের জন্য সালসা।
অপচয়ে অবক্ষয়
অহমিকায় পরাজয়
পরনিন্দা পরচর্চায়
নিজেনিজেই ছোট হয়।
পরিত্যাজ্য অবশ্যম্ভাবী
-------------------
শরীরের বাড়তি মেদ
মাত্রাতিরিক্ত জেদ
অপরের সুখে খেদ
মানুষে মানুষে ভেদাভেদ।