নির্ধারিত তারিখের দুএকদিন পর
আনতে গেলে অলঙ্কার
তৈরি করা হয়েছে ঠিকই
তবে 'পালিশ' করা বাঁকি
-- সবিনয়ে বলে স্বর্ণকার।
প্রকৃত পক্ষে এমন নয়তো
স্বর্ণ গলানোই হয়নি হয়তো
পালিশ করা দূরে থাক মিছে অঙ্গীকার।
বানাতে দিলে অলঙ্কার
তর সয়না ললনার
তাই যেতেই হবে বারবার,
বিচিত্র কতো ঘটনার সমন্বয়ে
জীবন সংসার।
অধিকাংশ দর্জি পোষাক তৈরিতে
যথা সময়ে ব্যর্থ হলে ডেলিভারি দিতে
যুক্তি দেখায় এই অজুহাতে
বোতাম লাগানো কিংবা
আয়রন করা হবে রাতে।
প্রকৃত কারণ গাফিলতি
অথবা মজ্জাগত অভ্যাস-দোষে
সময় পায়নি সে
কাপড়টাই কাটতে।
বাচ্চারা সব উৎসুক - উদগ্রীব
কখন যে পাবে হাতে
উল্লসিত হয় নতুন পোষাক প্রাপ্তিতে।
বিড়ম্বনার সম্মুখীন হতে হয়
এহেন পরিস্থিতিতে।