বাগান-মালিক বলিছে নফরে
গরুটাকে বেঁধে রাখো রশি ছোট করে
নইলে সখের বাগান থাকবে
নাগালের ভিতরে।
সাধ্য কি আছে কারো
ক্ষমতাধরের নির্দেশ উপেক্ষা করে?
তাই রশি কেটে ছোট করে
বাগানের আরো কাছে খুঁটিটারে
মাটিতে গাড়িল নফর বেশ সাবধানে।
অবিলম্বে খুঁটি খুলে দিতে ফেলে
মালিকের আদেশে
খুঁটি থেকে রশি খুলে বাগানের কার্নিশে
চোখের নিমেষে বাঁধা হলো অতি সযতনে।
তাই দেখে ক্রোধান্বিত
গালিশেষে চাকরটাকে প্রহারে উদ্যত
বলে সে-- এখনতো একভাবে খেয়ে যাবে
শুধুমাত্র আমারটাই নীরবে।
তার চেয়ে এই ভালো
রশিটারে খুলে ফেলো
ভাগে-যোগে খেতে থাক
সবারই বাগান নিপাত যাক।
গালাগালি ঢের বেশি চাকরের বয়ান
উচিত কি হয়েছে দেয়া
সজোরে কান ধরে টান
রাতের আঁধারে গায়ের জোরে
দখলীকৃত সাধের বাগান।
অন্যেরা কোনভাবেই করে নাই
জবর দখল
মাথার ঘাম পায়ে ফেলে ফলিয়েছে ফসল
তাই আমি বিশেষভাবে রেখেছি খেয়াল।