কর্মস্থল কিংবা সংসারে
অনেক সময়
কিছু কাজ অসম্পূর্ণ থেকে যায়
অগ্রাধিকার ভিত্তিতে তা
সম্পাদন করতে হয়
তবুও তো কিছু কাজ
অগোচরে রয়েই যায়
তবে যখন যেটা স্মরণ হয়
তাৎক্ষণিকভাবে সম্পন্ন করলে
অতি উত্তম হয়।
বিশেষ কোনো সুবিধা পেতে
নিয়ম-নীতি মেনে নয়
ঝুঁকি একটু বেশি নিলেই
সাফল্যের পথ সুগম হয়
কোনো কোনো কার্যক্রম
ভাগ্যের হাতেও সঁপতে হয়
সময়ের বিবর্তনে নিয়ম-নীতির
পরিবর্তনও হয়।
ভয়কে জয় করার শক্তি -সাহস
অর্জিত যখন হয়
বিয়ে করার তখনই উপযুক্ত সময়
ক্রোধ, কণ্ঠ, হৃদয়
নিয়ন্ত্রণে রাখতে হয়
তাহলেই জীবনের অনেক পরাজয়
এড়িয়ে যাওয়া সম্ভব হয়।