মাতৃভাষায় --
সব ধরনের অভিব্যক্তি
আবেগ-অনুভূতি
সাবলীলভাবে দৃঢ়তার সাথে
অতি সহজেই প্রকাশ করা যায়।
মাতৃভাষা নিঃসন্দেহে
যে কোনো জাতির
ইতিহাস-ঐতিহ্য কৃষ্টি-সংস্কৃতি
তথা জাতিসত্ত্বার পরিচিতি।
স্বাতন্ত্র বৈশিষ্ট্য বা স্বকীয়তা রক্ষার্থে
একমাত্র সফল জাতি
আত্মাহুতি দিয়ে আন্দোলনে অর্জিত
আন্তর্জাতিক ভাষা হিসেবে
জাতিসংঘের স্বীকৃতি
বিশ্ব দরবারে আমাদের
গৌরবময় মর্যাদাপূর্ণ উপস্থিতি।