সিকি শতাব্দীর বৈষম্য নাশে
লক্ষ প্রাণের আত্মত্যাগে
একাত্তরের ডিসেম্বর মাসে
বাংলার আকাশে বাতাসে
বিজয়ের উল্লাস ভাসে।
আপামর নির্বিশেষে
নতুন প্রাণের উচ্ছ্বাসে
মুক্ত আবহে শ্বাস-প্রশ্বাসে
অনাবিল ভবিষ্যতের আশ্বাসে
জীবনে নববর্ষ আসে।