নিষ্পাপ অবুঝ হিয়া
পেয়ে ভালোবাসার ছোঁয়া
পূর্ণতা প্রাপ্তি জীবনের চাওয়া
বন্য জীবন ধন্য হলো
সুখ শান্তিতে ভরে গেলো
সার্থক হলো পরম পাওয়া।
অতঃপর স্বীয় কৃতকর্মে
মরেছো মরমে
দূরে সরে গেছো শরমে
এভাবেই প্রেমের সমাপ্তি
দাম্পত্যের ইতি
জীবনে নেমে এলো চরম দুর্গতি।
অভাবনীয় প্রতারণা
ছলনার যাতনা
বঞ্চনার বেদনা
পরিশেষে জীবনের প্রতি ঘৃণা
ঔদাসীন্য আর বিতৃষ্ণা।