জীবনের সব আশা
অপূর্ণতায় হতাশা
তবুওতো বেশ আছি
কাঙ্ক্ষিত ভালোবাসা
প্রায় অসফল প্রত্যাশা
প্রাপ্তিযোগ কাছাকাছি
অসহনীয় বায়ূদূষণে
ভেজালযুক্ত খাদ্য গ্রহণে
তবুওতো প্রাণে বাঁচি
সৎ অসৎ পাশাপাশি
কে যে শত্রু কে হিতৈষী
এরই মাঝে সত্য মিথ্যা বাছি
প্রতিনিয়ত প্রতিশ্রুতি
ব্যাপকভাবে অসঙ্গতি
খোলাচোখে খেলি কানামাছি
মূল্যবোধের অবক্ষয়
মনুষ্যত্বের বিপর্যয়
তবুওতো ভালোই আছি।