সুবিশাল বিশ্বব্রহ্মাণ্ডে --
কতো ছিন্নমূল কতো ভাসমান
যাদের অনিশ্চিত দুর্বিষহ জীবন-যাপন।
যেথা নিষ্প্রাণ আনন্দ-হাসি-গান
আবেগ-উচ্ছ্বাস নিষ্প্রভ
অতৃপ্ত তৃষাতুর মন
সীমাহীন দৈন্যদশায়
অন্তহীন সমস্যায়
জর্জরিত জীবন চলমান বহমান।
পক্ষান্তরে -- সুবিশাল ধরণীতলে
পেয়েছি ঠাঁই ন্যূনতম অবস্থান
দিয়েছে অন্ন-বস্ত্র-বাসস্থান
সেমতে আমি অতি সৌভাগ্যবান
প্রাচুর্য বিহীন তবুও নিশ্চয়তা বিধান।