আমিতো কবি ন‌ই
   তবুও কবিতা লেখার নিষ্ফল প্রয়াস
ছন্দ-মাধুর্য্য বিহীন
  এলোমেলো অবয়বে ভাষার বিন্যাস।

জমাট বাঁধা বরফ গলানো
      হৃদয়ের রাশি রাশি বন্যা
ঝরনার মতো ঝরাতে উৎসুক
              সুপ্ত অদম্য আবেগ উচ্ছ্বাস।

জীবনে অপ্রাপ্তির পুঞ্জীভূত বেদনা
                          অজস্র হাহাকার
নীরব মহাশব্দের সঞ্চিত বিশাল ভাণ্ডার
                 অপনোদনে বদ্ধপরিকর
তাই কাগজ-কলমে নীরবে নিভৃতে
                          কথামালায় প্রকাশ।