মিথ্যে অভিমানে সুখের নীড় ছেড়ে
রেখেছ নিজেকে আড়াল করে
ভাসমান মেঘ হয়ে কোন্ সুদূরে।
হয়তো আছো তুমি সুখের সাগরে
ভিড়িয়ে তরী নুতন কোনো তীরে
নাকি অনিশ্চিত ভবিষ্যত ভেবে
দুচোখে নীরবে কান্না ঝরে।
আমি কিন্তু আজো আছি
স্বপ্ন নিয়ে বুকে
বিরহের মধু সঞ্চিত রেখেছি
হৃদয়ের মৌচাকে
একদিন অভিমান ভুলে
দহিবে মনের ক্ষোভ
অনুশোচনার অনলে
রচিবে স্বর্গ গাইবে গান ছন্দময় সুরে।