নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়
মনুষ্যত্ব লোপ পায়
আবেগ প্রাধান্য পায়
বিবেক পরাভূত হয়
পরিণামে মানবিক বিপর্যয়।
অগ্রগতি ও উন্নয়নে জাগে সংশয়
শঙ্কিত মনে প্রলয়ের ভয়
মহা অমানিশার কালশশী
ভাগ্যাকাশে আবির্ভূত হয়।
তবু আশান্বিত হতে মন চায়
সব ধরণের বিপর্যয়
ক্রমান্বয়ে পাবে লয়
দ্বিধা-দ্বন্দ্ব শঙ্কা ভয় আর নয়
ক্ষণস্থায়ী হয় যেন সব পরাজয়
হবে জয় সুনিশ্চয়
উচ্চ শীর নত নয়
জাতি হিসাবে গৌরবময়
বিশ্বে পাবো এই পরিচয়।