সময় বয়ে চলে সময়ের গতিতে
একদিন ভাটা পড়ে
খরস্রোতা নদীতে
পত্রপুষ্প ঝরে যায়
প্রকৃতির রীতিতে
তেল নিঃশেষ হলে
নিভে যায় প্রদীপের সলতে
অবধারিত সত্য এই
হবে জীবনের ইতি টানতে
স্থায়িত্ব নেই অথবা
প্রত্যাবর্তন সুদূর অতীতে
তবুও বিদ্বেষ সংঘাত যতো
ধর্ম-বর্ণ-গোত্র জাতিতে
অনৈতিক উপার্জনে লিপ্ত কেউ
মনুষ্যত্ব বিসর্জিত তাতে।