তুমি এসো কুয়াশার শিশিরের মতো
আমি সতেজ দূর্বাঘাস হয়ে
তোমাকে যেনো আপন করে পাই,
পাহাড়ের গা বেয়ে ঝরনাধারা হয়ে
দুজনে মিলে স্রোতস্বিনী নদীর মতো
সাগরে মিশে যাই।
তুমি রঙিন প্রজাপতির মতো
আমাকে ফুলের রেণু ভেবে
উজাড় করে সর্বাঙ্গে মেখে নাও,
পুষ্প কাননের মৃদু সমীরণ হয়ে
দেহমনে শিহরণ জাগিয়ে
আমাকে সুবাসিত করে দাও।
লোকালয় ছেড়ে বহুদূরে
গহীন অরণ্যে আদিম উন্মত্ততায়
অনাবিল সুখে মেতে রই,
অগণিত জ্বোনাকির উজ্জ্বল আলোয়
অপরূপ বর্ণিল ছটায় উদ্ভাসিত হই।