কিছু রয়ে গেছে, তোমার নির্যাস মাখা
আমি তার গন্ধ শুঁকি, গালে লাগাই
বেভুলা বাউলেরা যেভাবে দোতারা হাতে রাখে
আদরের মতো করে নেশাগ্রস্থ আঙুলের খেলা খেলে
সেভাবে স্পর্শ করে দেখি...
আমার তুমি তুমি লাগে, তুমি চলে আসো...
আমাদের যে সন্তান এখন তোমার কেন্দ্র কুসুমে
অথচ কোনোদিন আমার উদ্বাহু নাগালে আসবে না
মুঠো ভরে কনিষ্ঠা আঙুল দখলে নেবে না উচ্ছাসে
অথবা আমাদের একান্ত পারাবারে যে বালিহাঁসগুলো
এতকাল আমাদের সহস্র আলিঙ্গনের স্বাক্ষী ছিল,
ফিরবে না, ফিরবে না আর...
তুমি তবু ফিরে আসো, তোমার ঘ্রাণ ভেসে আসে
বেহায়া এই শীতে কম্বল গায়ে জড়ালে যে উত্তাপ
মনে হয় তোমারই দেহের সুচারু পরিমাপে
তুমি তুমি লাগে আমার...