"এতকিছু বলো, এত আহাজারি... সুন্দর বলো একদিন।"
জগতের সমস্ত হর্ষের সুগন্ধ চারদিকে ছড়িয়ে
আতসবাজি জ্বালিয়ে চোখ-ধাঁধানো আলোর, আমি বলতে শিখিনি
আমার ভিতরের নটরাজ এইবার তোমার অন্তরের ময়ুর নাচিয়ে ছাড়বে
আমার ঔদ্ধত্যপূর্ণ নাক তোমার উত্তাপে গলেমিশে যাবে মাখনের ন্যায়
অসংখ্য মানুষের কাছে আজও জীবন সুন্দর,
শুধু সেই সুন্দরটাকে নাকি খুঁজে দেখতে হয়।
তবে উচ্চারণের যে কৌশলে সুন্দরটাকে তুলে আনতে হয়
তার দিকে আমার জন্য একটা বিকারগ্রস্থ পথ,
সংকট সামনে জেনে কতটুকুই বা আগানো যায়?
আমার ভালোবাসার উপর এখনও কারো অনৈতিক অধিকার
তার মুখের সাথে আমার মুখের সংযোগে লালাদের মোহনা অবৈধ
মানে, আমাদের ক্ষেত্রে হাসিমুখ যুগপৎ অসম্ভব
অসম্ভব একই পৃথিবীর বিচ্ছিন্ন দুইপ্রান্তে
আমরা কাকে ডেকে বলতে পারি যে,
"পাশে এসে বসো তবে আকাশের বুকে হেসে উঠবে চাঁদের নিতম্ব
যদি পাশে এসে বসো, তবে জেগে উঠবে অপূর্ব নক্ষত্রের ক্লিট"?
আমরা অথবা আমাদের মত মানুষেরা কী ভেবে তবে ফুল নেব?
কার চোখ দেখে ভনিতা ভুলে বলে যাব
"জগতের সকল সুখ ও সুন্দরতম আমার সম্মুখে দন্ডায়মান হে ঈশ্বর"...